Wednesday, August 12, 2020

শুভ জন্মাষ্টমী

 শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা।


শ্রীমদ্ভগবদগীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন --
" যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্তথৈব ভজাম্যহম্।
মম বর্ত্মানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ।। (৪/১১)"
-------------------------------------------------------------
হে পার্থ, যে আমাকে যে-ভাবে উপাসনা করে,
আমি তাকে সে ভাবেই তুষ্ট করি। মনুষ্যগণ যে
পথই অনুসরণ করুক না কেন, সকল পথেই
আমাতে পৌছিতে পারে।
যে যে-পথ অনুসরণ করুক, সকলই তাঁকে প্রাপ্তির
পথ। বর্তমান যুগ ধর্মসমন্বয়ের যুগ -- ভগবান্
শ্রীরামকৃষ্ণ সমন্বয়-ধর্মের প্রধান উপদেষ্টা ও পথ-
প্রদর্শক। ' যত মত তত পথ ' ইহা তাঁরই উপদেশ।
কেবল উপদেশও নয়, তিনি স্বীয় জীবনে বিভিন্ন
সাধন-প্রণালী অবলম্বনে সিদ্ধি লাভ করে প্রত্যক্ষ
ভাবে এ-তত্ত্ব শিক্ষা দিয়ে গেছেন।
পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রীষ্টান কত রকম
ধর্মমত প্রচলিত আছে। গীতার এই একটি স্লোকের
তাৎপর্য বুঝলে প্রকৃতপক্ষে ধর্মগত পার্থক্য থাকে
না, হিন্দুর হৃদয়ে ধর্মবিদ্বেষ থাকতে পারে না।
হিন্দুর নিকট কৃষ্ণ,খ্রীষ্ট, বুদ্ধ সকলেই এক --
সকলে একেরই বিভিন্ন মূর্তি।
হরি ওঁ তৎসৎ।
ওঁ শান্তি! শান্তি!! শান্তি!!!
সকলেই শান্তিতে সমাশ্রিত হোক। আমার সত্তায়
শান্তি ওতপ্রোত হোক। অন্তরে এবং বাইরে সর্বত্র
সকল প্রাণীতে শান্তি বিরাজিত হোক। পৃথিবী
শান্তিময় হোক। অসীম অন্তরীক্ষে সমস্ত লোকে
শান্তি পরিব্যাপ্ত হোক।
আমার আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক
বিঘ্নের বিনাশ হোক।

No comments:

Post a Comment